মোবাইল দিয়ে ব্লগিং করে টাকা আয়- আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আশা করছি আল্লাহ তায়ালার রহমতে ভালো আছেন। আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করবো মোবাইল দিয়ে ব্লগিং করে টাকা আয় করার সকল বিষয় সম্পর্কে। আমরা হয়তো অনেকেই জানি ব্লগিং করে প্রতি মাসে অনেক টাকা আয় করা যায়। কিন্তু আমরা হয়তো এটা অনেকেই জানিনা মোবাইল দিয়েও ব্লগিং করে টাকা ইনকাম করা যায়। আজকের আর্টিকেলে মোবাইল দিয়ে ব্লগিং করার সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যেহেতু মোবাইল একটি ছোট ডিভাইস সেহেতু কম্পিউটারের থেকে মোবাইল দিয়ে কাজ করতে আপনার একটু সময় বেশি লাগবে। তারপরও এমন কিছু কৌশল আছে যেগুলো ব্যবহার করে মোবাইল দিয়েও কম্পিউটারের মতো সকল কাজ করতে পারবেন কম সময়ের মধ্যেই।
ব্লগিং এর পরিচিতি
যারা আমার মতো লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্যই ব্লগিং। ব্লগিং হলো আপনার পছন্দের বিষয় নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে লেখালেখি করবেন। আর মানুষ তার প্রয়োজনে আপনার ব্লগ পোস্ট পড়ার জন্য আপনার ওয়েবসাইটে আসবে। আর সেই পোস্টের মধ্যে আপনি বিভিন্ন বিজ্ঞান দেখাবেন। আর শেখান থেকেই আপনার টাকা আয় হবে। সুতরাং যতবেশি মানুষ আপনার লেখা আর্টিকেল পড়বে ততবেশি আপনার ইনকাম হবে।
মোবাইল দিয়ে ব্লগিং শুরু করা যাবে
হ্যাঁ, আপনি আপনার হাতে থাকা মোবাইল এর মাধ্যমেই ব্লগিং শুরু করে দিতে পারবেন। যদি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি একটু ভালো মানের হয়। সাধারণত ৪জিবি রেম ও ৬৪ জিবি রোম আর ভালো প্রসেসর এর মোবাইল হলে মোটামুটি ব্লগিং করে মজা পাবেন। এর থেকে কম দামের মোবাইল হলে আপনার কাজ করা একটু কষ্ট হয়ে যেতে পারে।
মোবাইল দিয়ে ব্লগিং করে টাকা আয় করার জন্য বা ব্লগিং শুরু করার জন্য প্রথমে আমাদের একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। আপনি চাইলে মোবাইল দিয়েই ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে কম্পিউটারে একটি ব্লগ ওয়েবসাইট বানানোর চেয়ে মোবাইল ব্লগ ওয়েবসাইট তৈরি করতে একটু কষ্ট হতে পারে। আপনি চাইলে মোবাইল দিয়ে নিজেই ইউটিউব ভিডিও দেখে ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারেন। আর যদি কম খরচের মধ্যে আমাদের থেকে ব্লগ ওয়েবসাইট তৈরি করে নিতে চান তাহলে যোগাযোগ পাতা ব্যবহার করুন।
ব্লগিং শুরু করার ধাপগুলো
আপনি যদি ব্লগিং শুরু করে সেখান থেকে টাকা আয় করতে চান তাহলে আপনাকে নিচের ধাপগুলি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আজকের আর্টিকেলে ব্লগিং শুরু করার সকল প্রাথমিক ধারণা পাবেন। অর্থাৎ কিভাবে ব্লগিং শুরু করতে হবে। চলুন তাহলে এখন আমরা বিস্তারিত জেনে নেয়।
প্রথম ধাপে, ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হবে।
আপনাকে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। ব্লগ ওয়েবসাইট তৈরি করার নিয়ম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন। সেখানে দেখে বা যেকোনো ভিডিও দেখে ব্লগ ওয়েবসাইট তৈরি করে নিবেন। আপনি চাইলে থেকেও কম খরচের মধ্যে ব্লগ ওয়েবসাইট বানাতে পারেন।
দ্বিতীয় ধাপে, থিম কাস্টমাইজেশন করতে হবে।
এই পর্যায়ে একটি ভালো মানের প্রিমিয়াম থিম দিয়ে সঠিক ভাবে কাস্টমাইজ করতে হবে। অর্থাৎ আপনার ব্লগ ওয়েবসাইট দেখতে কেমন হবে, ব্লগের ছবিগুলো কিভাবে শো করবে, কোন পাশে কয়টি পোস্ট রাখবেন, পোস্টের ক্যাটাগরিগুলো কোন পাশে দেখাবেন, কোন কোন জায়গায় বিজ্ঞাপন বসাবেন ইত্যাদি। তারপর আপনার ব্লগ ওয়েবসাইটের জন্য একটি সঠিক লগো তৈরি করে নিবেন। এবং সেই লগোটি আপনার ব্লগের ফেবিকন হিসেবে ব্যবহার করবেন পাশাপাশি হেডার সেকশনে সুন্দর ভাবে লগো এবং সাইটের নাম শো করাবেন। তাহলে দেখতে অনেকটা বেশি প্রফেশনাল মনে হবে। আপনার ব্লগ ওয়েবসাইট সঠিক ভাবে কাস্টমাইজেশন করতে পারলে সফলতা পেতে অনেকটাই সহজ হয়ে যাবে। কারন মানুষ পরিস্কার ও পরিপূর্ণ জিনিস বেশি পছন্দ করে।
বি:দ্র: আপনার হাতে যদি প্রিমিয়াম থিম কেনার মতো টাকা না থাকে তাহলে ফ্রি থিম দিয়েও ব্লগ ওয়েবসাইট তৈরি করে সঠিক ভাবে কাজ করে টাকা আয় করতে পারবেন।
তৃতীয় ধাপে, কিছু আর্টিকেল প্রকাশ করতে হবে।
ব্লগিং করে টাকা আয় করার জন্য এখন আপনার একমাত্র কাজ হলো আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়মিত আর্টিকেল লেখা। শুরুর দিকে চেষ্টা করবেন প্রতিটি আর্টিকেল যেনো তথ্য দিয়ে পরিপূর্ণ থাকে। শুধু শুরুর দিকে নয় আপনার ওয়েবসাইট এর মান ঠিক রাখতে সবসময় চেষ্টা করবেন মানসম্মত পোস্ট উপহার দিতে। কখনো ভুল কোন তথ্য দিয়ে মানুষকে বিপাকে ফেলবেন না। আর সবসময় চেষ্টা করবেন সুন্দর ভাষায় তথ্য দিয়ে পরিপূর্ণ করে অন্যদের থেকে বেশি লেখার। আর প্রতিটি আর্টিকেলে কমপক্ষে একটি ছবি ব্যবহার করবেন। যার ফলে আপনার ব্লগ ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর যে ছবিটি ব্যবহার করবেন ঐটা অবশ্যই নিজে তৈরি করবেন। কখনো অন্যের কোন ছবি বা আর্টিকেল কপি করবেন না। নিজে তৈরি করবেন এতে প্রথম দিকে একটু খারাপ হলেও আস্তে আস্তে সুন্দর হবে। কারো আর্টিকেল চুরি করলে মনিটাইজ পাওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। এমনো হতে পারে অন্যের পোস্ট কপি করার ফলে আপনি ব্লগ থেকে টাকা আয়ও করতে পারবেন না। তাই আর্টিকেল তৈরি করতে একটু সময় বেশি লাগলেও, সবকিছু নিজে করার চেষ্টা করবেন। তাতে করে আপনার ব্লগিংয়ে সফলতা পেতে অনেক কম সময় লাগবে।
চতুর্থ ধাপে, সার্চ কনসোল ও এনালাইটিক্স সেটাপ করতে হবে।
বেশকিছু আর্টিকেল প্রকাশ করারপর আপনাকে গুগল সার্চ কনসোল ও গুগল এ্যানালাইটিক্স একাউন্ট খুলে আপনার ওয়েবসাইটের সাথে সংযুক্ত করতে হবে। যার ফলে আপনি সহজে আপনার ভিজিটর এর তথ্য দেখতে পারবেন। যেমন কে গুগলে কি লিখে সার্চ করে আপনার ওয়েবসাইট খুঁজে পেয়েছে, তাদের মধ্যে কতজন লোক আপনার আর্টিকেল পড়ছে, এরা কত সময় আপনার ওয়েবসাইটে ছিলো, কোন দেশ থেকে সার্চ করছে, কোন দেশ থেকে আপনার কেমন ভিজিটর আসে, কি লিখে বেশি সার্চ আসে ইত্যাদি। এখন প্রশ্ন করতে পারেন এগুলো জেনে আমার লাভ কি? লাভ আছে ভাই। এগুলো জেনে আপনি আপনার ওয়েবসাইটে কি পোস্ট বেশি পড়ছে তার চাহিদা সম্পর্কে জানতে পারবেন। এবং সেই চাহিদা অনুযায়ী আর্টিকেল লিখে আরো বেশি ভিজিটর পাবেন। সুতরাং এগুলো জানা আপনার জন্য লাভজনক। সবচেয়ে মজার বিষয় হলো এসব কাজ আপনার হাতে থাকা মোবাইল দিয়েই করতে পারবেন।
পঞ্চম ধাপে, গুগল নিউজ Approval নিতে হবে।
ব্লগিং করে টাকা আয় করার জন্য প্রয়োজন আপনার দ্রুত পোস্ট ইনডেক্স সুবিধা। এখন দ্রুত পোস্ট ইনডেক্স করতে এবং গুগল নিউজ থেকে বেশি পরিমাণ ভিজিটর নেওয়ার জন্য আপনার প্রয়োজন হবে৷ গুগল নিউজ এপ্রোভ। এখন গুগল নিউজ এপ্রোপ পাওয়ার জন্য আবেদন করতে হবে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আবেদন করে নিবেন৷ আপনার ওয়েবসাইট সবকিছু ঠিক থাকলে গুগল নিউজ পেয়ে যাবেন। গুগল নিউজ পেয়ে গেলে আপনার গুগল সার্চ কনসোলে Google News নামের নতুন একটি অপশন পেয়ে যাবেন।
গুগল নিউজ পেয়ে গেলে আপনার আর্টিকেলগুলো গুগলে ইনডেক্স হতে অনেক কম সময় লাগবে। যার ফলে আর্টিকেল প্রকাশ করার অল্প সময়ের মধ্যে গুগলে মানুষ আপনার পোস্ট খুজে পাবে। সুতরাং দ্রুত পোস্ট ইনডেক্স হওয়া একটি ওয়েবসাইটের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
ষষ্ঠ ধাপে, নিয়মিত আর্টিকেল প্রকাশ করতে হবে।
এখন মোটামুটি আপনার ওয়েবসাইটের কাজ শেষ। এখন কিওয়ার্ড রিসার্চ করে, এসইও করে ১ হাজার ওয়ার্ড বা যত বেশি সম্ভব নিয়মিত আর্টিকেল লেখতে হবে। এভাবে নিয়মিত কমপক্ষে ৩০-৫০ টা আর্টিকেল লিখবেন। পাশাপাশি সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইট থেকে ব্যাক লিংক নিবেন। পোস্টগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন। যাতে গুগল সার্চ কনসোলে এবং গুগল এনালাইটিক্সে মোটামুটি ভালো ভিজিটর আসে।
শেষ ধাপে, গুগল এডসেন্সের জন্য আবেদন
সম্পূর্ণ ব্লগ ওয়েবসাইট ভালো করে চেক করে মনিটাইজের জন্য আবেদন করবেন। যদি তাদের সকল নিয়ম মেনে আর্টিকেল লিখেন। এবং মোটামুটি প্রতিদিন হাই কোয়ালিটি ভিজিটির আনতে পারেন। তাহলে আশা করা যায় আপনার ওয়েবসাইট মনিটাইজ হয়ে যাবে। তখন থেকে আপনার ইনকাম শুরু হবে। যতবেশি এবং ভালো আর্টিকেল লেখবেন ততবেশি ভিজিটর পাবেন। ততবেশি ইনকাম হবে।
বি:দ্র: যদি সম্ভব হয় তাদের মনিটাইজ বা গুগল এডসেন্সের জন্য আবেদন করার আগে অভিজ্ঞ কাউকে ওয়েবসাইট দেখাবেন। তাহলে কোন ছোট সমস্যা থাকলে সেটা সমাধান করে নিয়ে আবেদন করতে পারবেন। যার ফলে প্রথমবার আবেদনেই গুগল এডসেন্স পেয়ে যাবেন।
শেষ কথা- মোবাইল দিয়ে ব্লগিং করে টাকা আয়-২০২৪
আমি যতটা সহজ ভাষায় আপনাদের সাথে ব্লগিং করে টাকা আয় করার নিয়ম শেয়ার করলাম বাস্তবে ঠিক ততটাই কঠিন। ব্লগিং করে প্রচুর টাকা আয় করা যায় কিন্তু তার জন্য প্রয়োজন ধৈর্য, সময় আর প্রচুর ইচ্ছেশক্তি। ব্লগিং করে টাকা আয় করতে এই তিনটি বিষয় সবসময় মনে রাখতে হবে। যদি ধৈর্য ধরে লম্বা সময় কাজ করতে পারেন তাহলে আমি আশা করি ব্লগিং আপনার জন্যই। -ধন্যবাদ