Home সমকালীন তথ্য যে ৬টি কথা কাউকে বলা উচিত নয়। যে কাজগুলো কখনো করবেন না।

Thumb

যে ৬টি কথা কাউকে বলা উচিত নয়। যে কাজগুলো কখনো করবেন না।

জীবনের প্রায় প্রতিটি বিষয় আমরা কারো সাথে না কারো সাথে শেয়ার করে থাকি। তবে এমন কিছু বিষয় আছে যা কখনো কাউকে বলা উচিত নয়। আমরা জেনে না জেনে অনেক কথা সবাইকে বলে ফেলি। আর পরে তাই নিয়ে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। গোপন কথা আপনার দাস, কিন্তু সেটা ফাঁস হয়ে গেলে, আপনি তার দাস। সেই জন্যই আমাদের সব কথা সবাইকে বলা উচিত নয়। আজ আমি আপনাদের এমন ৬টি কথা শেয়ার করবো সফল হতে চাইলে এই ৬টি কথা কাউকে বলা উচিত নয়। তাই আজকের পোস্টটি মনযোগ সহকারে পড়বেন।

নিজের আয়ের কথা কাউকে না বলা

আপনারা কখনোই কারো সাথে নিজের উপার্জনের সঠিক তথ্য শেয়ার করবেন না।কারন আপনার যদি বেশি ইনকাম থাকে তাহলে মানুষ টাকা ধার চাইবে। যেমন আপনার কোন বন্ধু যদি আপনার কাছে টাকা ধার চায়। আর আপনি যদি না দেন তাহলে আপনার সাথে তার মনমালিন্য হবে। আবার যদি আপনার ইনকাম একদম কম থাকে তাহলে মানুষ আপনাকে অবহেলা করবে বা আপনার কম ইনকাম নিয়ে মানুষ মজা করবে।

গোপনীয়তা ফাঁস না করা

আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কেনো গোপন কথা থাকে। যা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখাটাই বুদ্ধিমানের কাজ। আজ আপনার কারো সাথে খুব ভালো সম্পর্ক আছে। আপনি দূর্বলতার কারনে সবকিছু বলে ফেললেন। কিন্তু এটা তো বলা যায় না দুদিন পরেও তার সাথে ভালো সম্পর্ক থাকবে! তখন তো আপনাকেই আফসোস করতে হবে। পরে হয়তো সে আপনার বলা গোপন কথা দিয়ে আপনাকেই কষ্ট দিতে পারে। তাই সব ধরনের গোপন কথা সবার সাথে শেয়ার করবেন না। আমাদের গোপন কথা গোপন রাখাই উচিত। শুধু শুধু নিজের গোপন কথা মানুষকে বলে একটু হালকা হতে গিয়ে কেন নিজের বিপদ ডেকে আনবেন? তবে হ্যাঁ, তার কাছে আপনার কোন কথাই গোপন রাখা উচিত নয়, যে সুখে-দুঃখে আপনার পাশে থাকার জন্য প্রস্তুত।

জীবনের লক্ষের কথা কাউকে না বলা

আমাদের সমাজে উসকানি দেওয়া লোকের অভাব নেই। তাই আমরা যখন সাদা মনে আমাদের জীবনের লক্ষ কোন তৃতীয় ব্যাক্তি বা আজেবাজে লোকদের বলে ফেলি। তখন তারা সেটার ভালো দিকগুলো বাদ দিয়ে শুধু খারাপ দিকগুলো নিয়ে কথা বলে আপনার উৎসাহ কমিয়ে দেয়।

ব্যক্তিগত জীবন সম্পর্কে কাউকে না বলা

এ সমাজ বড়ই হিংসুটে। এ সমাজে কেই কারো ভালো চাই না। তাই আপনার বাড়িতে কি হয়েছিলো, স্ত্রীর সাথে কি নিয়ে ঝগড়া হয়েছিলো, আপনি কি নিয়ে চিন্তা করেন এগুলো কাউকে বলবেন না। হ্যাঁ আপনার মনে হতে পারে এগুলো বললে সবাই আপনার মনে সাহস যোগাবে। কিন্তু বস সেটা শুধু আপনার সামনেই দেখাবে। আপনার পেছনে তো আপনার সকল সমস্যাগুলো নিয়ে মজা/হাসাহাসি করবে। শেয়ার করার মতো অনেক কিছু আছে। কিন্তু নিজের ব্যক্তিগত বিষয়গুলো শুধু একান্ত কাছের মানুষ ছাড়া কাউকে বলবেন না। নিজের ব্যক্তিগত কথা সবাইকে বলা একপ্রকার বোকামি।

নিজের প্রশংসা নিজে না করা

নিজের প্রশংসা করা, নিজেকে নিয়ে বড়াই করা, নিজেকে বড় করে দেখানো এগুলো অনেকের কাছে খুব পছন্দের জিনিস। কিন্তু আসলে এটা খুব বাজে জিনিস। আমি ওর জন্য উটা করেছি, এর জন্য এটা করছি, ওর বিপদে ওকে সমস্যা করছি। হ্যাঁ করেছেন! বেশ করেছেন! দরকার হলে আরো করবেন! কিন্তু এটা সবাইকে এভাবে বলে বেড়ানোর কি আছে। আপনি তাকে সাহায্য করেছেন এটা এভাবে বলে বেড়ানোর জন্য? এই ভাবে নিজেকে জাহির করাটা মোটেও ঠিক নয়। এতে আপনার আত্মা অহংকার অনেক বেড়ে যাবে। আর অহংকার কিন্তু মানুষের পতনের মূল কারণ। হ্যাঁ করুন সবাইকে সাহায্য করুন। অন্যের প্রয়োজনে পাশে দারান। যদি আপনি আপনি কারো কোন প্রয়োজনে আসতে পারেন তাহলে এমনিতেই সে আপনার প্রশংসা করবে। তখন আপনাকে আর কষ্ট করে নিজের প্রশংসা করতে হবেনা।

কখনো শো-অফ না করা

আমার কাছে এতো টাকা আছে, আমি এতো দামের শার্ট ছাড়া পড়িনা, পরের মাসে দামি গাড়ি নিবো, আমার আইফোন ছাড়া অন্যকোন ফোন ব্যবহার করতে পারিনা। এগুলো কি? এগুলো শো-অফ। এগুলো আপনি দেখাচ্ছেন যে আপনার কি আছে। কথায় বলেনা, ফাঁকা কলসির শব্দ বেশি। শো-অফটাও অনেকটা সেইরকমই। যাদের কম আছে তারাই সবাইকে দেখিয়ে বেরাই। আর যাদের থাকে তাদের লোক দেখানো সময় থাকেনা। আপনি যখনি সবাইকে বলে বেড়ান, আপনার এতো টাকা আছে তার মানে আপনি উটাতেই সন্তুষ্ট। আর যখনি আপনি ঐটাতে সন্তুষ্ট হয়ে যাবেন। তখন লোক দেখানোর জন্য ঐটাকে বাড়ানোর বদলে খরচ করে ফেলবেন। আর তখন তো আপনার ভান্ডার খালি হতে খুব বেশি সময় লাগবেনা। তাই এখন থেকেই মিথ্যা শো-অফ করা বন্ধ করুন।

শেষ কথাঃ এই গুলোই ছিলো সেই কথাগুলো যেগুলো কারো সাথে শেয়ার করা উচিত নয়। যদি পোস্টি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।