Home Workup Deal আপডেট Workup Deal একাউন্ট খোলার নিয়ম ২০২৪

Thumb

Workup Deal একাউন্ট খোলার নিয়ম ২০২৪

আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে workupdeal.com এ একটি একাউন্ট তৈরি করবেন। আমরা যারা মাইক্রোজব পোস্ট করতে চাই অথবা মাইক্রোজব করে টাকা উপার্জন করতে চাই তাদের জন্য প্রথমে Workup Deal এ একটি একাউন্ট তৈরি করে নিতে হবে। চলুন তাহলে এখন দেখে নেয় কিভাবে Workup Deal এ একটা একাউন্ট তৈরি করতে হয়।
Workup Deal এ একাউন্ট খোলার নিয়ম
Workup Deal এ একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে এই Registration লেখার উপরে একটা ক্লিক করতে হবে। তারপর নিচের ছবির মতো একটি ছোট ফরম চলে আসবে।

সঠিক তথ্য দিয়ে ফরমটি ফিলাপ করবেন। যেমন প্রথমে আপনার সঠিক নাম দিবেন। তারপর আপনার ব্যবহৃত একটি সঠিক ইমেইল দিবেন এবং শক্তিশালী একটি পাসওয়ার্ড দিবেন (যেনো আপনার মনে থাকে) কারন একাউন্ট লগিন করার সময় পাসওয়ার্ড লাগবে। তারপর আপনি যে দেশের নাগরিক সেই দেশ নির্বাচন করবেন। সর্বশেষ Create Account লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। এখন Workup Deal এ আপনার একটি একাউন্ট তৈরি হয়ে গেছে। তারপর নিচের ছবির মতো একটি Login Page আসবে।

এখন Workup Deal এ একাউন্ট লগিন করার জন্য প্রথমে আপনি যে ইমেইল দিয়ে একাউন্ট তৈরি করছেন সেই ইমেইল দিবেন। তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে Login লেখার উপরে ক্লিক করলেই আপনার একাউন্ট লগিন হয়ে যাবে। তারপরের বুঝতে না পারলে নিচের ভিডিওটি দেখুনঃ

আশা করি, বুঝতে পারছেন কিভাবে Workup Deal এ একাউন্ট তৈরি করতে হয় এবং লগিন করতে হয়। ধন্যবাদ