আসসালামু আলাইকুম আমি সোহেল রানা আজকের আর্টিকেলে আলোচনা করবো ভিয়েতনাম ভিজিট টু ওয়ার্ক ভিসা সম্পর্কে। সম্পূর্ণ আর্টিকেল পড়া শেষে জানতে পারবেন।
* ভিজিট টু ওয়ার্ক কি।
* যেতে কত টাকা খরচ হবে
* সময় কতদিন লাগবে।
* ভিয়েতনামে কাজ কি হবে।
* থাকা খাওয়া কাদের।
ভিয়েতনাম ভিজিট টু ওয়ার্ক কি?
সহজ ভাষায় বলতে গেলে ভিজিট টু ওয়ার্ক হচ্ছে আপনি ভিয়েতনাম ভিজিট করার জন্য বা দেখার জন্য যাবেন এবং যাওয়ার পরে সেখানে কাজ করবেন এটা হচ্ছে ভিজিট টু ওয়ার্ক। তবে কাজ খুঁজা নিয়ে আপনার চিন্তা করতে হবেনা। First Global Visa Consultancy আপনার কাজের ব্যবস্থা করে দিবে।
ভিয়েতনাম যেতে কত টাকা খরচ হবে?
ভিয়েতনাম ভিজিট ভিসায় গিয়ে কাজ করতে চাইলে আপনার সর্বমোট খরচ হবে। ২ লাখ ৭০ হাজার টাকা। আপনার মেডিকেল বা পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন হবেনা। ভিসা প্রসেস, টিকট কাটা এবং কাজ দেওয়া পর্যন্ত আমাদের সম্পূর্ণ দায়িত্ব থাকবে।
ভিয়েতনাম যেতে সময় কতদিন লাগবে?
পাসপোর্ট জমা দেওয়ার পরে সাধারণত ১-২ সপ্তাহের ভিতরে ফ্লাইট হয়। কিন্তু কোনো বিশেষ কারণে তা ৩ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তবে যাওয়ার নিশ্চয়তা ১০০%।
ভিয়েতনামে কাজ কি হবে?
ভিয়েতনামে আপনার কাজ হবে যেকোনো ধরনের কারখানার হেল্পার বা জেনারেল লেবার হিসেবে। যেমন:
১/ ফার্নিচার কারখানা।
২/ প্লাস্টিক কারখানা।
৩/ স্টিল কারখানা।
৪/ ইলেকট্রনিক কারখানা।
ভিয়েতনামে বেতন কত টাকা হবে?
যেহেতু নতুন বা সহকারী হিসেবে কাজ হবে সুতরাং আপনার বেতন হবে ৩০-৩৫ হাজার টাকা এবং অভাব টাইম আছে। সবকিছু মিলে মোটামুটি ভালো টাকা বেতন পাবেন।
থাকা খাওয়া কি নিজের?
থাকা সম্পূর্ণ ফ্রি বা থাকার জন্য কোম্পানি ব্যবস্থা করে দিবে। থাকার জন্য কোনো রকমের টাকা খরচ হবেনা। তবে খাওয়াটা নিজের। কারন একেক দেশের মানুষ একেক ধরনের খাবার খাই। এজন্য খাবার নিজের রান্না করে খেতে হবে। আপনারা চাইলে কয়েকজন মিলে খুব সহজেই রান্না করে খেতে পারবেন।
আরো বিস্তারিত তথ্য সরাসরি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ