Home মোবাইল ব্যাংকিং নগদের ১০ টি দারুণ সুবিধা 2025 - নগদ একাউন্টের সুবিধা সমূহ

Thumb

নগদের ১০ টি দারুণ সুবিধা 2025 - নগদ একাউন্টের সুবিধা সমূহ

ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ। যা বর্তমানে গ্রাহকদের কাছে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। আর এতোটা জনপ্রিয়তা পাওয়ার পিছনে বেশকিছু কারনও রয়েছে। শীর্ষস্থানে থাকা মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সাথে প্রতিযোগিতায় থাকা এই মোবাইল ব্যাংকিং সেবা অসাধারণ সব সুযোগ সুবিধা প্রদান করছে। বিশেষ করে নগদ অ্যাপ ব্যবহার করে নগদ এর সকল অফার ও সুযোগ-সুবিধা খুব সহজেই ব্যবহার করা সম্ভব। দেখে নিন নগদ একাউন্টের ১০টি সুবিধা যা আপনার জানা দরকার।

০১. নগদ একাউন্ট খোলা অনেক সহজ

দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে যেকোনো নাম্বারে অনেক সহজে নগদ একাউন্ট সেল্ফ রেজিস্ট্রেশন করা যায়। নগদ একাউন্ট করতে কোন ঝামেলা নেই। ঘরে বসে স্মার্ট ফোনের মাধ্যমে খুব সহজেই একাউন্ট করা যায়। ডাক বিভাগের সেবা হওয়ায় নগদ একাউন্ট তৈরি করার প্রক্রিয়া অনেক সহজ। মাত্র দুটি ধাপে পিন সেটাপ করে চালু করা যায় নগদ একাউন্ট। নগদ ইউএসএসডি (USSD) কোড *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট খোলার এই সুবিধা উপভোগ করা যাবে।

আবার নগদ অ্যাপ ব্যবহার করেও নগদ একাউন্ট তৈরি করা যায় অনেক সহজে। একাউন্ট খোলার পর ভোটার আইডি কার্ড এর উভয় পাশ স্ক্যান করে কেওয়াইসি আপডেট করলেই নগদ একাউন্ট একটিভ হয়ে যায়।

০২. দেশের সব জায়গায় উদ্দোক্তা বা এজেন্ট

এটা সবচেয়ে দারুণ বিষয় হলো আপনি একদম গ্রাম পর্যায়েও নগদ এজেন্ট পাবেন। অর্থাৎ দেশের যেকোনো জায়গায় আপনি খুব সহজে ক্যাশ আউট করতে পারবেন।

০৩. নগদে সেন্ড মানি করা ফ্রি!

নগদ অ্যাপ থেকে যেকোনো পরিমাণের টাকা সেন্ড মানি করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ একটি নগদ নাম্বার থেকে অন্য নগদ নাম্বারে টাকা পাঠাতে কোনো ধরনের চার্জ প্রযোজ্য নয়। এর ফলে সেন্ড মানি খরচ এর বিষয়টি নিয়ে ভাবার কোনো দরকার  নেই নগদে সেন্ড মানি করার ক্ষেত্রে।

০৪. নগদে ক্যাশ আউট চার্জ কম

নগদে ক্যাশ আউট চার্জ অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা যেমন বিকাশ একাউন্ট থেকে অনেক কম। নগদের মোবাইল অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ১১.৪৯ টাকা চার্জ প্রযোজ্য হয়। এবং ইউএসএসডি (USSD) কোড ডায়াল করে ক্যাশ আউট করলে সেক্ষেত্রে প্রতি হাজারে ১৪.৯৪ টাকা ক্যাশ আউট চার্জ কাটে। অন্য জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবার সাথে তুলনা করলে নগদ এর ক্যাশ আউট চার্জ অনেক কম বলা যায়। কিন্তু আমরা বিভিন্ন বিজ্ঞাপনে নগদ এর ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ৯.৯৯ টাকা দেখি৷ প্রতি হাজারে ৯.৯৯ টাকার এই নগদ ক্যাশ আউট চার্জ এটা আসলে ভ্যাট ছাড়া। এর সাথে ভ্যাট যুক্ত হয়ে প্রকৃতপক্ষে নগদ ক্যাশ আউট চার্জ উপরে উল্লেখ করা হয়েছে।

০৫. নগদে ডিসকাউন্ট ও অফার সুবিধা

নগদে সবসময় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট ও অফার সুবিধা চলতেই থাকে। বর্তমানে চালু রয়েছে এমন কিছু উল্লেখযোগ্য নগদ অফার ও ডিসকাউন্ট নিচে উল্লেখ করা হলোঃ

  • * গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক এ মোবাইল রিচার্জে ৫০% পর্যন্ত ক্যাশব্যাক।

  • * NOVOAIR এ ১০% ডিসকাউন্ট।

  • * Go Zayaan এ ৬৫% পর্যন্ত ডিসকাউন্ট।

  • * চরকি স্ট্রিমিং সার্ভিসে সাবস্ক্রিপশনে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট।

  • * ওভাই এ নগদ থেকে পেমেন্টে ৩০% পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক।

  • * লংকা বাংলায় প্রথমবার বিল পেমেন্টে ১০% ক্যাশব্যাক।

এরকম অফার এবং ডিসকাউন্ট এর পাশাপাশি নগদ অ্যাপে নিয়মিত বিভিন্ন ধরনের ডিল সম্পর্কে জানতে পারবেন। এগুলো জানার জন্য নগদ অ্যাপে প্রবেশ করে টপ রাইট কর্নারে থাকা নোটিফিকেশন বেল এ ট্যাপ করলে চলমান অফারসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।


০৬. নগদে মুনাফা বা সুদ

আমরা হয়তো অনেকেই এই বিষয়টি জানিনা যে, নগদ একাউন্টের ব্যালেন্সের উপর মুনাফা বা সুদ পাওয়া যায়, নগদ ব্যালেন্স ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩,০০,০০০ টাকার জন্য মুনাফা পাওয়া যাবে। নগদ একাউন্টে প্রতি মাস শেষে নির্দিষ্ট ব্যালেন্স থাকলে বছর শেষে নির্দিষ্ট অংকের মুনাফা পাওয়া যাবে নগদ একাউন্টে। নগদ ব্যালেন্সের উপর ভিত্তি করে মুনাফা পেতে নগদ একাউন্টের “মুনাফা” ফিচারটি চালু রাখতে হবে। যদি এই অপশনটি চালু না রাখেন তাহলে আপনি মুনাফা বা সুদ পাবেন না। তবে আপনি যদি এই সুদ বা ইন্টারেস্ট না নিতে চান তাহলে এটি বন্ধ করে রাখতে পারবেন। অর্থাৎ আপনার নিজের উপর নির্ভর করবে, আপনি মুনাফা বা সুদ নিবেন নাকি নিবেন না।


০৭. নগদ ইসলামিক একাউন্ট সুবিধা

আপনি কি ইসলামিক বিধিনিষেধ মেনে মোবাইল ব্যাংকিং করতে চান? নগদ ইসলামিক একাউন্ট এর কল্যাণে সেই সুবিধা উপভোগ করতে পারবেন যেকোনো নগদ গ্রাহক। খুব সহজে নগদ অ্যাপের একাউন্ট টাইপে ট্যাপ করে ইসলামিক একাউন্টে কনভার্ট করা যাবে। নগদ ইসলামিক একাউন্টে উপরে উল্লেখিত মুনাফা বা সুদ ফিচারটি পাওয়া যাবে না। আবার সাধারণ অ্যাপ থেকেই নগদ এর সকল ফিচার ব্যবহারের সুযোগ থাকছে নগদ ইসলামিক একাউন্টে। নগদ ইসলামিক একাউন্টের পদমর্যাদা, লেনদেন সীমা, প্রযোজ্য ফি সাধারণ একাউন্টের মতোই উপভোগ করা যাবে।


০৮. নগদে বিল পে ফ্রি

নগদ মোবাইল ব্যাংকিং “বিল পে” সেবার মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন ও অন্যান্য অসংখ্য সার্ভিসের বিল পে করা যাবে বাড়তি কোনো খরচ ছাড়াই। নগদের মাধ্যমে বিল পে সম্পূর্ণ ফ্রি হওয়ায় কোনো ধরনের বাড়তি খরচ গুণতে হচ্ছেনা বিল পেমেন্ট করার ক্ষেত্রে। আবার মোবাইল থেকেই বিল পেমেন্ট করার সুযোগ থাকায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে বিল পেমেন্ট করতে হচ্ছেনা, যা নগদ গ্রাহকদের কাছে অসাধারণ একটি সুবিধা। সরকারি বিভিন্ন সেবাসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের বিলও নগদ এর মাধ্যমে প্রদান করা যাবে কোনো বাড়তি ফি ছাড়াই।


০৯. নগদে কোভিড-১৯ টেস্ট ফি প্রদান

কম খরচে কোভিড-১৯ টেস্ট এর ফি প্রদান করা যাবে নগদের মাধ্যমে। মাত্র ১০০ টাকায় নগদে বিল পে করে কোভিড-১৯ টেস্ট করা যাবে। অন্যদিকে বিদশগামী যাত্রীগণ ১,৫০০ টাকায় কোভিড-১৯ টেস্ট এর ফি প্রদান করতে পারবেন। নগদ অ্যাপ ও ইউএসএসডি (USSD) কোড ডায়াল করে কোভিড-১৯ টেস্ট এর ফি প্রধান করা যাবে। উল্লেখ্য যে এই সেবাটি বর্তমান সময়ে শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রামে পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশে এই সেবাটি পাওয়া যাবে বলে জানিয়েছে নগদ কতৃপক্ষ।


১০. নগদ মোবাইল আ্যপ সুবিধা

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদের অসাধারণ একটি মোবাইল আ্যপ আছে। নগদ এর সকল সেবার মধ্যে নগদ অ্যাপ এর কথা আলাদা করে না বললেই নয়। কারন নগদ অ্যাপ এর ইউজার ইন্টারফেস অনেক সাবলীল। নগদ অ্যাপে প্রবেশ করলে সকল ফিচার সুন্দরভাবে সাজানো গুছানো দেখতে পাবেন। অ্যাপের টপে ব্যালেন্স দেখার সুন্দর ফিচার রয়েছে।
অ্যাপ এর বোটম মেন্যুতে হোম, ট্রানজেকশন, পিপল, মাই নগদ নামের চারটি ট্যাব রয়েছে যে অপশনগুলোতে নগদ অ্যাপের প্রয়োজনীয় সকল তথ্য ও ফিচার রয়েছে। নগদ অ্যাপ এর ইউজার ইন্টারফেস এতোটাই বেসিক যে, যে কেউ প্রথমবার ব্যবহার করলেও নগদ অ্যাপ ব্যবহারে কোনো সমস্যা হবেনা।


শেষ কথাঃ নগদের ১০ দারুণ সুবিধা

প্রিয় পাঠক আশা করি, আজকের আর্টিকেল থেকে আপনারা নগদ এর সেরা ১০ টি দারুণ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। যদি আজকের "নগদ এর ১০ টি দারুণ সুবিধা" এই আর্টিকেলটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের আর্টিকেল নিয়মিত পড়তে ভিজিট করুন। ধন্যবাদ-