প্রিয় পাঠক আজকের আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন মাইক্রোজব ওয়েবসাইট থেকে প্রতি মাসে বা সপ্তাহে কেমন টাকা ইনকাম করা যায়। আমাদের মধ্যে অনেকে আছেন যারা প্রফেশনাল ভাবে কোনো কাজ শিখতে চান না তারা চাইলে মাইক্রোজব ওয়েবসাইটে কাজ করতে পারেন। কারন মাইক্রোজব সাইটে কাজ করার জন্য আপনাকে দীর্ঘ সময় কাজ শিখতে হবেনা। প্রফেশনালী কোনো কাজ করতে গেলে প্রথমে প্রশিক্ষণ নিতে হবে। তারপর সেই কাজ করার জন্য প্রচুর চর্চা করতে হয়। তারপর মার্কেটে কাজ খুজতে হয়। কিন্তু মাইক্রোজব ওয়েবসাইটে কাজ করতে হলে এসব কিছু দরকার নেই।
আরো পড়ুনঃ মাইক্রোজব সাইটে একাউন্ট খোলার নিয়ম
মাইক্রোজব কি?
মাইক্রো মানে হলো ছোট আর জব মানে হলো কাজ। অর্থাৎ ছোট ছোট কাজকে মাইক্রোজব বলা হয়। আর এই ছোট ছোট কাজ করার জন্য রয়েছে মাইক্রো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বা মোবাইল আ্যপ যেখানে মূলত কাজগুলো করা হয়।
কাজের ধারণা
প্রথমে মাইক্রোজব সাইটের কাজ সম্পর্কে কিছুটা ধারণা দিবো। মাইক্রোজব ওয়েবসাইটের কাজ গুলো হলো ছোট ছোট। যেমনঃ মোবাইল আ্যপ ইন্সটল, শেয়ার করা, মোবাইল আ্যপে রিভিউ, ফেসবুক ভিডিও দেখা, লাইক, কমেন্ট ও ফলো করা, ইউটিউব ভিডিও দেখা, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করা, ছোট ছোট আর্টিকেল লেখা, ইমেইল একাউন্ট খোলে দেওয়া, ওয়েবসাইট ভিজিট করা, টুইটার বা ফেসবুক আইডি খুলে দেওয়া ইত্যাদি। এই কাজগুলো সম্পূর্ণ করতেও বেশি সময় লাগে না। তাছাড়া কাজগুলো অনেক সহজ যে কেউই কাজ করতে পারবে। সুতরাং বুঝতেই পারছেন এই কাজ করলে পেমেন্ট কম পাওয়া যাবে। তবুও আজকে একটা ধারণা দিবো আপনি যদি মাইক্রোজব ওয়েবসাইটে কাজ করেন তাহলে কেমন টাকা ইনকাম করতে পারবেন।
প্রতি কাজে কত টাকা দেয়?
সাধারণত ২-৫ মিনিট ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখার কাজগুলোতে ১-৪ টাকা পর্যন্ত দিয়ে থাকে। আবার কিছু কিছু কাজের জন্য ৫০-১০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। অনেক সময় আর্টিকেল লেখার কাজগুলোতে ২০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। তবে কাজের উপর নির্ভর করে টাকার পরিমাণ কম বেশি হতে পারে। একজন ব্যক্তি চাইলে একাধিক মাইক্রো ফ্রিল্যান্সিং সাইটে কাজ করে আরো বেশি টাকা উপার্জন করতে পারে।
সেরা মাইক্রোজব সাইট
বিভিন্ন মাইক্রোজব ওয়েবসাইটে বিভিন্ন রকমের পেমেন্ট করা হয়। তবে এদের মধ্যে সবচেয়ে সেরা মাইক্রোজব সাইট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। যেখানে কাজ করে বেশি টাকা উপার্জন করতে পারবেন। তেমনি একটা স্বপ্নের মাইক্রোজব ওয়েবসাইট হচ্ছে workupdeal.com
মাসে কেমন টাকা আয় করা যায়
এখানে যদি প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ ঘন্টা কাজ করেন তাহলে মাস শেষে ১০,০০০ থেকে ১১,০০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে সবচেয়ে খুশির বিষয় হচ্ছে এখানে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই কাজ করতে পারবেন। Workup Deal এ কাজ করার জন্য কোনো রকম কম্পিউটারের প্রয়োজন হবেনা।
শেষ কথাঃ আশা করছি আজকের আর্টিকেল পড়ার মাধ্যমে জানতে পারছেন মাইক্রোজব ওয়েবসাইটে কাজ করে প্রতি মাসে কেমন টাকা ইনকাম করা যায়। এ-সব আর্টিকেল নিয়মিত পড়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ