প্রিয় পাঠক বর্তমান যুগ হলো Internet এর যুগ, ইন্টারনেট আমাদের নিত্য জীবনের সঙ্গী হয়ে উঠেছে, ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয়। আমরা দিন দিন ইন্টারনেট নির্ভর হয়ে যাচ্ছি। একটা সময় ছিলো যখন শুধুমাত্র হাতেগোনা কিছু মানুষ ইন্টারনেট ব্যবহার করতো। কিন্তু বর্তমান সময়ে আমরা সকলে মোবাইল ফোন ব্যবহার করি, আবার কেউ কেউ ল্যাপ্টপ ব্যবহার করে, কেউ কেউ আবার কম্পিউটার ব্যবহার করে। কিন্তু এই প্রত্যেকটি ডিভাইসে ইন্টারনেট সংযোগ ছাড়া প্রায় অচল। কারণ ইন্টারনেট ছাড়া এখনকার দিনে কোন কিছুই কাজ হয় না। ইন্টারনেটে কিন্তু সবকিছু হয়, আপনার প্রয়োজনীয় অফিশিয়াল কাজকর্ম থেকে শুরু করে, অনলাইন অ্যাপ্লিকেশন, কাজের খবর সব কিছুর আপডেট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য এবং ইন্টারনেটে বিভিন্ন ধরনের পণ্য কেনাবেচা থেকে শুরু করে সবকিছু করার জন্য ইন্টারনেট অবশ্যই প্রয়োজন। প্রিয় পাঠক আজকের এই পোস্টে আমরা আপনাদের সাথে শেয়ার করবো যে এই ইন্টারনেট তো আমরা সকলেই ব্যবহার করি কিন্তু এই ইন্টারনেট কে আবিষ্কার করে? এবং ইন্টারনেট কবে আবিষ্কার হয়? বা এই ইন্টারনেটের ইতিহাস কি সম্পর্কে।
ইন্টারনেট কবে আবিষ্কার হয়?
একটা সময় ইন্টারনেটের নাম ছিল আরপানেট (Arpanet) যা ১৯৬৯ সালের ১৪ই জানুয়ারি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস এঞ্জেলেস এবং স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট-এর মধ্যে প্রথম নেটওয়ার্ক যোগাযোগ স্থাপিত হয়। অন্যদিকে প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক যোগাযোগ স্থাপিত হয়েছিল ২৫শে জুলাই ১৯৭৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লন্ডনের ইউনিভার্সিটি কলেজে।
১৯৭৩ সালেই Arpanet এর Robert Kane আর Winton G. Curfew প্রথমবারের মতো তৈরি করেন Transmission Control Protocol এবং Internet Protocol – যাকে বলা হয় TCP IP এবং ১৯৮০ র দশকে এটাই পরিণত হয় Internet এর সার্বজনীন ভাষায়।
কোন দেশে প্রথম ইন্টারনেট চালু হয়েছে?
ইন্টারনেট একদিনে আবিষ্কর হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু সময় পরে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত এর মধ্যে ঠান্ডা যুদ্ধের সময়, ইউএসএ সম্ভাব্য যুদ্ধের পরিস্থিতিতে তাদের যোগাযোগ ব্যবস্থা যেন একদম ধ্বংস না হয়ে যায় সেই জন্য Telegraph ও Telephone এর বিকল্প হিসেবে তাদের সামরিক বাহিনীর জন্য MILNET নামে একটা Computer Network System তৈরি করে। আর পরবর্তী সময়ে এটা ধীরে ধীরে আরও উন্নতি হয়। এবং আজকের দিনে এসে এটা Internet এ পরিণত হয়েছে। এই আধুনিক Internet এর আবিষ্কার হয় ১৯৬৯ সালে।
ইন্টারনেট এর জনক কে ?(Who Invented Internet)
ইন্টারনেটের জনক ভিন্টন গ্রে ভিন্ট সার্ফ কে বলা হয় যিনি ১৯৪৩ সালে ২৩ শে জুন আমেরিকার ইউএসএ তে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ছিলেন। যাকে আধুনিক ইন্টারনেটের জনক বলা হয়ে থাকে।
ইন্টারনেটের ইতিহাস (History of Internet)
ইন্টারনেটের ইতিহাস শুরু হয়, ১৯৫০ সালে ইলেকট্রনিক কম্পিউটারের অগ্রগতির সাথে। ইন্টারনেট সম্পর্কে জনসাধারণের মধ্যে প্রথম ধারণা এসছিল যখন কম্পিউটার বিজ্ঞান অধ্যাপক লিওনার্ড ক্রাইনরক তার গবেষণাগার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস থেকে অর্পানেটের মাধ্যমে একটি বার্তা স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট এ পাঠিয়েছিল। এবং নেটওয়ার্ক সরঞ্জামের দ্বিতীয় অংশ সেখানে স্থাপিত করা হয়েছিল। ১৯৬০ সালের শেষ দিকে এবং ১৯৭০ সালের প্রথম দিকে প্যাকেট সুইচিং নেটওয়ার্ক যেমন ইউকের এনপিএল, সিক্লিডিস এবং আরো অন্যান্য প্রোটোকল ব্যবহার করে এই নেটওয়ার্ক এর বিকাশ ঘটানো হয়।
বাংলাদেশে ইন্টারনেট কত সালে চালু হয়েছে?
বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার চালু হয় ১৯৯৩ সালে। বাংলাদেশ ইন্টারনেটের ব্যবহার সবার জন্য উন্মুক্ত করে ১৯৯৬ সালে। তবে বিশ্বের অন্যান্য উন্নত এবং উন্নয়নশীল দেশের মত বাংলাদেশেও ইন্টারনেট এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষ্ময়করহারে বৃদ্ধি পাচ্ছে এবং এই ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি তে যাতে সাধারণ মানুষ বেশি ইন্টারেস্টেড হয় সেই কারণে বাংলাদেশ সরকার খুব ভালোভাবে কাজ করেছে। যার ফলে অনেক বাধা থাকা সত্ত্বেও ২০২০ সাল নাগাদ বাংলাদশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি বৃদ্ধি পেয়েছে।
শেষ কথাঃ ইন্টারনেটের খুটিনাটি তথ্য
প্রিয় পাঠক আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে ইন্টারনেট সম্বন্ধে সবকিছু বিস্তারিত জানাতে পেরেছি। বিশেষ করে ইন্টারনেটের জনক কে? ইন্টারনেট কে আবিষ্কার করে? কোন দেশে প্রথম ইন্টারনেট আবিষ্কৃত হয়? এবং ইন্টারনেটের ইতিহাস? এছাড়াও আপনাদের যদি ইন্টারনেট সম্বন্ধে আরও কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের জানান আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিবো।