Home সমকালীন তথ্য পানির ট্যাংক পরিস্কার করার সহজ টিপস - পানির ট্যাংক পরিষ্কার করার সঠিক পদ্ধতি

Thumb

পানির ট্যাংক পরিস্কার করার সহজ টিপস - পানির ট্যাংক পরিষ্কার করার সঠিক পদ্ধতি

পানির ট্যাংক থেকে দীর্ঘদিন পানি ব্যবহার করার পর যদি পানির ট্যাংক সময় মতো পরিস্কার না করেন তাহলে, ট্যাংকে থাকা পানি আপনার ক্ষতির কারন হয়ে দাড়াতে পারে। দীর্ঘদিন পানির ট্যাংক পরিস্কার না করলে পানির ট্যাংকের ভিতর শ্যাওলা ও ব্যাকটেরিয়া জমে পানির সাথে মিশে যায়। আর সেই পানি ফুটিয়ে খেলেও রোগের ঝুঁকি থেকে যায়। কেনোনা অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর পানির ট্যাংক আমাদের অজান্তেই আশেপাশের পরিবেশকে নানা ভাবে রোগসৃষ্টিকারী জীবাণু এবং ডেঙ্গু ছড়িয়ে দিতে পারে। তাই আমাদের উচিত সঠিক সময়ে এবং সঠিক নিয়মে পানির ট্যাংক পরিস্কার করা। প্রতি বছরে কমপক্ষে একবার সঠিক ভাবে পানির ট্যাংক পরিস্কার ও জীবাণুমুক্ত করলে সারাবছর নিশ্চিন্তে পানি পান ও ব্যবহার করতে পারবেন। আজকের আর্টিকেলে জানতে পারবেন পানির ট্যাংক পরিস্কার করার সহজ টিপস।

পানির ট্যাংক খালি করুন এবং শুকাতে দিন (How to clean water tank)

সবার প্রথমে ট্যাংকের কলটা খুলে নিন তারপর ট্যাংকের সম্পূর্ণ পানি বের করে ফেলুন। সম্পূর্ণ পানি বের হলেও ট্যাংকের তলানিতে কিছু পানি জমে থাকে সেই পানি টুকুও বের করে নিন। কাজের সুভিদার জন্য পানির ট্যাংকটি কয়েকজনে ধরে উল্টে নিতে পারেন। তারপর পানির ট্যাংকটি ভালো করে মুছে পরিস্কার করে নিন এবং তোয়ালে দিয়ে মুছে শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দিন।

পানির ট্যাংকের ভেতরে পরিস্কার করুন - How to clean water tank

আপনার পানির ট্যাংকের সাইজ অনুযায়ী গরম পানি ও লিকুইড ডিটারজেন্ট বা ডিটারজেন্ট পাউডার একসাথে মিশিয়ে একটি ক্লিনিং সলিউশন বানিয়ে নিন। তারপর নাইলনের ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিস্কার করে নিন। কিন্তু একটি বিষয় মনে রাখবেন ভুলেও স্টিলের ব্রাশ ব্যবহার করতে যাবেন না। কারন এগুলো পানির ট্যাংকের প্লাস্টিক নষ্ট করে দিতে পারে।

পানির ট্যাংকের দেয়ালের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে

ডিটারজেন্ট পানিতে ট্যাংকের দেয়াল পরিস্কার হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি না হয়, তাহলে বেকিং সোডা পানির ট্যাংকের দেয়ালে ছিটিয়ে দিন এবং ব্রাশ দিয়ে ঘষে ময়লা পরিস্কার করে নিন। পানির ট্যাংকের কর্নার এবং জয়েন্টের ময়লা তুলা বেশ কঠিন। তাই এসব জায়গায় ছোট আকারের টুথব্রাশ দিয়ে ঘষতে হবে। আর পরিস্কার হওয়া পর্যন্ত ভালো করে ঘষুন।

পানির ট্যাংকের ময়লা ধুয়ে ফেলা - How to clean water tank

ট্যাংকের ভিতর পুরোপুরি ভাবে পরিস্কার হওয়ার পর ভালো করে পাইপ দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সবচেয়ে ভালো যদি হাই প্রেশার মটর দিয়ে ধুয়ে ফেলতে পারেন। তারপর আবার পুরো পানির ট্যাংকটি তোয়ালে দিয়ে মুছে নিন।

পানির ট্যাংকের পাইপ পরিস্কার করুন

আপনার পানির ট্যাংকের পাইপে একটু ক্লিনিং সলিউশন ঢেলে ওয়াটার পাম্পের সাহায্যে সলিউশনটা পাইপের ভিতর পাম্প করুন ময়লা সরানোর জন্য। তারপর গরম পানি পাম্প করে পরিস্কার করে ফেলুন। প্রয়োজনে একই ভাবে আরো কয়েকবার পরিস্কার করুন।

পানির ট্যাংকটি জীবাণুমুক্ত করুন

পরিষ্কার করার পরে পানির ট্যাংটি জীবাণুমুক্ত করতে প্রথমে এটি চার ভাগের তিন ভাগ পানি দিয়ে ভরে নিন। তারপরে এতে পরিমাণ মতো ক্লোরিন ব্লিচ ঢেলে দিন। কতটুকু পরিমানে ঢালতে হবে তার জন্য নির্দিষ্ট একটা মাপ আছে যেমনঃ

  1. ২৫০ গ্যালন পানির ট্যাংকের জন্য ৪ কাপ ব্লিচ।
  2. ৫০০ গ্যালন পানির ট্যাংকের জন্য আধা গ্যালন ব্লিচ।
  3. ৭৫০ গ্যালন পানির ট্যাংকের জন্য পৌনে এক গ্যালন ব্লিচ।
  4. ১০০০ গ্যালন পানির ট্যাংকের জন্য পুরো এক গ্যালন ব্লিচ দিতে হবে।
ব্লিচ দেওয়ার পরে পানির ট্যাংকের বাকি অংশটুকুও পানি দিয়ে ভরে দিন। তাহলে পানির ট্যাংকে ব্লিচ ভালো ভাবে মিশে যাবে। তারপর ২৪ ঘন্টা পানির ট্যাংকটি ওভাবেই রেখে দিন। ২৪ ঘন্টা পরে কল খুলে পানি বের করে নিন। তলানির পানির জন্য আগের মতোই তোয়ালে এবং ভ্যাকুয়াম ব্যবহার করুন।

পানি ভরার আগে ট্যাংক শুকিয়ে নিন

ব্লিচিং শেষে পানির ট্যাংকটা আবার শুকিয়ে নিন। ভালো করে শুকিয়ে নিয়ে পানি উঠালে গন্ধ থাকবেনা। এজন্য ৭-৮ ঘন্টা খালি রাখলে ভালো হবে।

সতর্কতাঃ পানির ট্যাংক পরিস্কারের সম্পূর্ণ প্রসেসে মনে রাখবেন যেনো কোনভাবেই এর ময়লা বা কেমিক্যাল মিশ্রিত পানি কোন গাছপালা, অন্য কোন পানির উৎস, মানুষ এবং প্রানীর সংস্পর্শে না আসে। তাছাড়া পানির ট্যাংক পরিস্কার করাও যথেষ্ট ঝুকিপূর্ণ কাজ। পানির ট্যাংক পরিস্কারের সময় প্লোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করবেন।

শেষ কথাঃ পানির ট্যাংক পরিস্কার করার সহজ টিপস - How to clean water tank

আজকের আর্টিকেলে আপনাদের জানিয়েছি পানির ট্যাংক পরিস্কার করার সঠিক এবং সহজ নিয়ম। আপনি চাইলে নিজে এবং বাসার সদস্যদের সহযোগিতায় এই নিয়মে পানির ট্যাংক পরিস্কার করে নিতে পারবেন। তাহলে আপনি এবং আপনার পরিবার থাকবেন নিরাপদ। ধন্যবাদ