আজকের পোস্টে আমরা জানবো 1G, 2G, 3G, 4G, 5G – এর পূর্ণরূপ কি এবং আরো বিস্তারিত। এ বিষয়ে সঠিক ভাবে অনেকে জানেন না তাই অনেক গুগলে সার্চ করে থাকেন। তাহলে চলুন আজকে 1G, 2G, 3G, 4G, 5G সম্পর্কে জেনে নেই।
১জি (1G) 1st Generation.
1G – এর পূর্ণরূপ হলো 1st Generation. ১জি (1G) হলো মোবাইল সেলুলার সিস্টেমের প্রথম ধাপ যা ১৯৮০ সালে আবিস্কার করা হয়। যার সর্বোচ্চ ব্যান্ডউইথ ছিলো 14.4kb প্রতি সেকেন্ড। 1G দিয়ে শুধু অডিও কলে কথা বলা যেতো। কেনো এসএমএস করা যেতো না বা ইন্টারনেট ব্যবহার করা যেতনা।
২জি (2G) 2nd Generation.
2G এর পূর্ণরূপ হলো - 2nd Generation.
২জি দ্বিতীয় প্রজন্ম তারবিহীন নেটওয়ার্ক। এই ব্যবস্থাতে ডিজিটাল তারবিহীন মোবাইল যোগাযোগের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ২৮'৮ কিলোবিট হারে তথ্য আদানপ্রদান সংক্রান্ত সেবা দেয়া সম্ভব হয়। ১৯৯১ সালে ফিনল্যান্ডের রেডিওলিনজা নামক একটি জিএসএম অপারেটর সর্বপ্রথম ব্যবসায়িক ভাবে এবং জিএসএম স্টেন্ডার্ডে ২ জি তারবিহীন নেটওয়ার্ক চালু করেছিল। সেই সময়ে এধরনের প্রযুক্তি অন্যান্য প্রযুক্তি অপেক্ষা ২জি তিনটি দিক দিয়ে এগিয়েছিল। তা নিচে দেওয়া হলো।
২জি (2G) প্রযুক্তিতে ফোনে নিরাপদভাবে কথাবার্তা বলার জন্য সম্পূর্ণরূপে এনক্রিপশনের ব্যবস্থা ছিল।
তরঙ্গ বর্ণালি ব্যবহারের ক্ষেত্রে ২জি (2G) অন্যান্য প্রযুক্তি অপেক্ষা অনেক বেশি কর্মদক্ষ ছিল।
২জি (2G) এর মাধ্যমে এসএমএস এর মত বিভিন্ন রকম তথ্যও প্রেরণ করা যেত।
৩জি (3G) 3rd Generation.
3G – এর পূর্ণরূপ হলো 3rd Generation. ৩জি হলো থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্ম এর সংক্ষিপ্ত রুপ। এটি হলো তৃতীয় প্রযুক্তির তারবিহীন প্রযুক্তি। বাংলাদেশে সর্বপ্রথম 3G চালু হয় "১৪ অক্টোবর ২০১২ সালে" । এবং বাংলাদেশে প্রথম 3G চালু করে টেলিটক।
৪জি (4G) 4th Generation
4G এর পূর্ণরূপ হলো - 4th Generation.
৪জি (ইংরেজি: 4G) হলো ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্ম শব্দটির সংক্ষিপ্ত রূপ। এটি ব্যবহৃত হয় চতুর্থ প্রজন্মের তারবিহীন টেলিযোগাযোগ প্রযুক্তিকে বুঝাতে। ফোরজি নেটওয়ার্কে যেসব সুবিধা পাওয়া যায় সেগুলোর মধ্যে সংশোধিত মোবাইল ওয়েব সেবা, আইপি টেলিফোনি, গেমিং সেবা, এইচডিটিভি|হাই-ডেফিনিশন মোবাইল টিভি, ভিডিও কনফারেন্স, ত্রিমাত্রিক টেলিভিশন এবং ক্লাউড কম্পিউটিং উল্লেখযোগ্য। বাংলাদেশে ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার রাত ৮টার দিকে দেশে ফোরজি (4G) সেবা প্রথমবারের মত বাণিজ্যিক ভিত্তিতে চালু করেছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক ও রবি।
৫জি (5G) 5th Generation.
5G এর পূর্ণরূপ হলো --- 5th Generation. ৫ম প্রজন্মের ওয়্যারলেস সিস্টেম, সংক্ষেপে ৫জি (5G), হচ্ছে উন্নত প্রযুক্তির ওয়্যারলেস নেটওয়ার্ক যা ২০১৮ এর পরবর্তী সময়ে উন্মুক্ত করা হয়েছে। ১২ ডিসেম্বর ২০২১ তারিখে বাংলাদেশে টেলিটক পরীক্ষামূলকভাবে ৫জি চালু করে।